মোঃ মাহফুজ আলম
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা মোহনপুর ঘাটের সামনে ট্রলার ডুবে আলি হোসেন (৫০) নামে এক ফেরি ওয়ালা নিহত ও রাসেল (১৪) নামের এক শিশু আহত হয়েছে।রাসেল (১৪) নামের এক শিশু আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলি আকবর (৩৯) ঘাটের পাশে তেলের দোকানী বলেন,আজকেকে ১১:৩০ টায় মোহনপুর ঘাটের সামনে ঢাকা -চাঁদপুর গামী লঞ্চ রবরবে উঠেতে যায় মোহনপুর ঘাট হতে, লঞ্চ যখন কাছাকাছি আসে ট্রলারে থাকা লোকজন ট্রলারের একপাশে চলে আসে,এতে লঞ্চ থেকে উৎপন্ন হওয়া ঢেউয়ে ট্রলার ডুবে যায় তখন আমি চিৎকার দেই ও একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে যাই।তখন আরো কিছু ট্রলার ও দ্রুত চলে আসে। কিন্ত আলী হোসেন ফেরিওয়ালা ডুবতে গেলে আমি তাকে ট্রলার উঠাই।তখন সে বেঁচে ছিলো। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তার আলি হোসেন কে মৃত ঘোষণা করে।
আপর আহত শিশু রাসেল (১৪) গ্রাম ও থানা-হাজিমারা, জেলা – নোয়াখালী বলেন,ট্রলারে আমরা ১০-১২ জন ছিলাম, স্রোতে ট্রলার ডুবার মুহূর্তে আমি লাফ দিয়ে নদীতে পরি, তখন আমি ট্রলারে পাখার সাথে লেগে আমার পাছার বা পাশ ও ডান পায়ের গোড়ালী কেটে যায়। যিনি মারা গেছেন তার কথা জিজ্ঞেস করলে রাসেল বলেন এই ফেরি ওয়ালা একটু মোটা বিধায় সাঁতার কাটতে পারেনি,তাই ডুবে গেছিলো।
নিহতের ছোট ভাই, সুজন সুরেরশ্বর দরবার শরীফ,নড়িয়া উপজেলা,জেলা- শরিয়তপুর, বলেন আমার ভাই অনেক ভালো মানুষ ছিলেন।
থানায় যোগাযোগ করলে, সেখান থেকে জানা যায়, লাশ তদন্তের জন্য আজই মর্গে পাঠানো হবে।