রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদ ক্লাস করতে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীদের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাজ্জাদকে মতিহার থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং গত জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, কোনোভাবেই তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের ক্যাম্পাসে পুনর্বাসন করতে দেবেন না। তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।