বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা শাখার গুরুত্বপূর্ণ নেতা জাহিদ খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং দলীয় প্রাথমিক সদস্য ছিলেন।
কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না মএবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে জাহিদ খানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বার্তা প্রেরক মিনহাজুল ইসলাম ভুইয়া সহ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা সংগঠন বরদাশত করবে না বলেও হুঁশিয়ার করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে সদাচরণ ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি