ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে করোনা ল্যাবের অভাবে ভোগান্তির শিকার উপসর্গ নিয়ে আসা রোগীরা

 

চাঁদপুরে ল্যাব না থাকায় করোনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন উপসর্গ নিয়ে আসা রোগীরা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। যে কারণে অনেকেই করোনার উপসর্গ থাকলেও গোপন করে পরীক্ষা করাচ্ছেন না।খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় ২০২০ সালের ২৭ জুলাই সাবেক মন্ত্রী দীপু মনির উদ্যোগে তার বাবার নামে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আরটি-পিসিআর ল্যাব চালু করা হয়। তৎকালীন সময় ল্যাবটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিংবা সিভিল সার্জন কার্যালয়ে না করে দীপু মনির বাসভবনে স্থাপন করা হয়। করোনা প্রেক্ষাপট স্বাভাবিক হলে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যায় আরটি-পিসিআর ল্যাবটির।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালালে ৫ আগস্ট সারাদেশের মতো চাঁদপুরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওইসময় চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলা এলাকায় ডা. দীপু মনির বাসাও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ হয়। যে কারণে এখন আর ল্যাবের কোনো অস্তিত্ব নেই। নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে জেলাবাসীর।
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. শাখাওয়াত হোসেনের দেওয়া তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৯৪ হাজার ৯৬ জন। এরমধ্যে করোনা পজিটিভ ১৭ হাজার ৬৫৮ জনের। আর ফলোফল নেগেটিভ এসেছেন ৭৬ হাজার ৪৩৮ জনের। এচাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সিয়াম ও ইসমাইল হোসেন বলেন, ‘হঠাৎ করে আবার করোনা দেখা দিয়েছে কিন্তু চাঁদপুরে কোনো সতর্কতা দেখছি না। হাসপাতালে করোনা পরীক্ষা করার কোনো ল্যাব নেই। এখন থেকে কুমিল্লা গিয়ে পরীক্ষা করাতে হয়। ভুক্তভোগীদের দাবী, দ্রুত করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হোক।’

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজে হতাহতে হেফাজতের শোক

চাঁদপুরে করোনা ল্যাবের অভাবে ভোগান্তির শিকার উপসর্গ নিয়ে আসা রোগীরা

আপডেট সময় ০৫:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

চাঁদপুরে ল্যাব না থাকায় করোনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন উপসর্গ নিয়ে আসা রোগীরা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। যে কারণে অনেকেই করোনার উপসর্গ থাকলেও গোপন করে পরীক্ষা করাচ্ছেন না।খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় ২০২০ সালের ২৭ জুলাই সাবেক মন্ত্রী দীপু মনির উদ্যোগে তার বাবার নামে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আরটি-পিসিআর ল্যাব চালু করা হয়। তৎকালীন সময় ল্যাবটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিংবা সিভিল সার্জন কার্যালয়ে না করে দীপু মনির বাসভবনে স্থাপন করা হয়। করোনা প্রেক্ষাপট স্বাভাবিক হলে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যায় আরটি-পিসিআর ল্যাবটির।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালালে ৫ আগস্ট সারাদেশের মতো চাঁদপুরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওইসময় চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলা এলাকায় ডা. দীপু মনির বাসাও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ হয়। যে কারণে এখন আর ল্যাবের কোনো অস্তিত্ব নেই। নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে জেলাবাসীর।
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. শাখাওয়াত হোসেনের দেওয়া তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৯৪ হাজার ৯৬ জন। এরমধ্যে করোনা পজিটিভ ১৭ হাজার ৬৫৮ জনের। আর ফলোফল নেগেটিভ এসেছেন ৭৬ হাজার ৪৩৮ জনের। এচাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সিয়াম ও ইসমাইল হোসেন বলেন, ‘হঠাৎ করে আবার করোনা দেখা দিয়েছে কিন্তু চাঁদপুরে কোনো সতর্কতা দেখছি না। হাসপাতালে করোনা পরীক্ষা করার কোনো ল্যাব নেই। এখন থেকে কুমিল্লা গিয়ে পরীক্ষা করাতে হয়। ভুক্তভোগীদের দাবী, দ্রুত করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হোক।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471