চাঁদপুর জেলা প্রতিনিধি :
২১ জুলাই ২০২৫ সোমবার বেলা ১১ টায় হাজীগন্জ মডেল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশাররফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা কখনো কোন কাজে ফাঁকি দিবে না। যদি তুমি তোমার কাজে ফাঁকি দাও তাহলে জীবন তোমাকে ফাঁকি দিবে। মোবাইলে, ফেইসবুকে আসক্ত হওয়া যাবে না। ফেইসবুক একটা ফালতু জিনিস এটাতে সময় নস্ট করবে না, নিয়মিত পড়ালেখা করবে, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে হাজীগন্জ মডেল সরকারি কলেজর সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবে এবং নিজকে আত্নমর্যাদাশীল মানুষ হিসেবে গড়ে তুলে সমাজে অবদান রাখবে। বিভাগীয় প্রধান তার বক্তব্যে বলেন, তোমরা এই কলেজে ভর্তি হয়েছো তাই তোমাদের কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা তোমাদেরকে পড়ালেখার পাশাপাশি একজন আর্দশ মানুষ হিসেব গড়ে তোলার জন্য নিরন্তর চেষ্টা করে থাকি। তোমরা কলেজের সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। তোমরা ভালো ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। তোমরা সর্বদা সকল শিক্ষকদেরকে শ্রদ্ধা ও সম্মান করবে এবং নিজেদেরকে বিনয়ী হিসেবে গড়ে তুলবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ইউনুস। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মোঃ শফিকুর রহমান, পূর্ণিমা আক্তার ও মুনজিয়া মাহজাবিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাস্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিপ্তী রানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ শফিকুর রহমান, গীতা পাঠ করেন নয়ন চন্দ্র মজুমদার, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মুনজিয়া মাহজাবিন। পরে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সকল নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে সকল কে মিষ্টি মুখ করানো হয়।
হাজীগন্জ মডেল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠান
-
মোঃ সোহরাব হোসেন
- আপডেট সময় ১০:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত