ক্যাম্পাসজুড়ে নতুন মুখ, নতুন স্বপ্ন, নতুন যাত্রার শুরু এটাই নবীন বরণের সৌন্দর্য। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা সেই স্বপ্নে পা রাখতে গিয়ে ছয় মাস ধরে খুঁজছিলেন একটি দিন, যেটা হবে কেবল তাদের জন্য। অবশেষে সেই দিনের দেখা মিলেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচ অবশেষে পেতে যাচ্ছে তাদের প্রাপ্য পরিচয়, একটি পূর্ণাঙ্গ নবীন বরণ।
আগামী ২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের (অন্তর্বর্তীকালীন) উপাচার্যের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বরাবরের মতো নতুন ব্যাচ ভর্তি হওয়ার পরপরই সাধারণত ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নবাগতদের বিশ্ববিদ্যালয় জীবনে পথচলার আত্মবিশ্বাসী সূচনা। কিন্তু ১৩তম ব্যাচের জন্য এই রেওয়াজটি বহাল রাখতে ব্যার্থ হয় জুলাই পরবর্তী প্রশাসন। ক্লাস শুরু হয় ২০২৪ এর নভেম্বরে , অথচ ২৫ এর জুন এসে পড়লেও হয়নি কোনো অনুষ্ঠান। ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় হতাশা ও ক্ষোভ।
একজন শিক্ষার্থী বলেন,
“আমাদের আইডি কার্ড নেই, নবীন বরণ নেই, আইডি কার্ড না থাকায় অনেক সময় ঝামেলা পোহাতে হয়। অথচ ভর্তি ফরমে ওরিয়েন্টেশনের জন্য টাকা কাটা হয়েছে। কিসের জন্য এই ফি?”
নবীন বরণ অনুষ্ঠান নিয়ে বারবার প্রশ্ন তুললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। কেউ বলেছিলেন ‘পরিকল্পনা চলছে’, কেউ বলেছিলেন ‘উপাচার্য স্যারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি’। কয়েকবার তারিখ নির্ধারণ করেও তা যথাসময়ে বাস্তবায়ন করা হয়নি। এসব কথায় দিন গড়িয়েছে, সপ্তাহ কেটেছে, মাস পেরিয়েছে। অবশেষে ১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা যখন পুরো একটি সেমিস্টার শেষ করলো, তখন অন্তবর্তী উপাচার্যের হাত ধরে এসেছে সেই কাঙ্ক্ষিত ঘোষণা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা একটাই, আগামীতে যেন এমন কোনো ব্যাচকে আর প্রশ্ন নিয়ে শুরু করতে না হয়। তাদের প্রাপ্য স্বাগত, সময়মতো আর ভালোবাসার সঙ্গে দিক, এটাই হোক শিক্ষা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা।