মোঃ আরমান হোসেন, বিরল প্রতিনিধ-
আজ ১৯শে জুন ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এবং সবুজ বাংলাদেশ গঠনে অবদান রাখতে বিরল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিরল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিরল মহিলা সরকারি কলেজে এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মোঃ রিসালাত ইসলাম সজীব, যুগ্ন সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, মোঃ রুবেল ইসলাম , ভারপ্রাপ্ত সভাপতি, দিনাজপুর জেলা ছাত্রদল, মোঃ সুমন রেজা, আহবায়ক- বিরল উপজেলা ছাত্রদল, মোঃ রেজাউল ইসলাম রুবেল, সদস্য সচিব-বিরল উপজেলা ছাত্রদল, মোঃ মাহিদুল ইসলাম, আহবায়ক-বিরল পৌর ছাত্রদল,মোঃ সিহাব ইমতিয়াজ, সদস্য সচিব বিরল পৌর ছাত্রদল, মোস্তাফিজুর রহমান নয়ন সদস্য বিরল পৌর ছাত্রদল সহ বিরল উপজেলা ও পৌর ছাত্রদলে নেতা কর্মি এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, “আজকের এই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকার হবে।