দেবীগঞ্জ (পঞ্চগড়):
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ঐতিহ্যবাহী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠে বাস টার্মিনাল নির্মাণের প্রস্তাবনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে তিন দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়টি ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কর্তৃক দানকৃত জমির ওপর প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু একটি মাঠ নয়, বিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
তারা অভিযোগ করেন, সম্প্রতি দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঐতিহাসিক এ মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। এই পরিকল্পনা শিক্ষাক্ষেত্র ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি বলেও উল্লেখ করেন তারা।