ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিরীহ জনগণকে হয়রানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন

কোটালীপাড়া (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ১৬ জুলাই এনসিপির ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওয়াবদারহাট বাজার এলাকায় প্রকাশ্যে রাস্তার গাছ কেটে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কাউকে গ্রেফতার করেনি।

পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ নিজে বাদী হয়ে ১৫৫ জন নামীয় ও অজ্ঞাতনামা প্রায় ১৫০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় কোনো সুনির্দিষ্ট অপরাধ বা পরিচয় ছাড়াই সাধারণ শিক্ষক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ নিরীহ জনগণকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে আজ ২০ জুলাই (রবিবার) দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস.এম মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, “পুলিশের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ জনগণকে হয়রানি ও গণগ্রেপ্তার করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও অবিচার।”

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, এ ঘটনার সাথে বিএনপি’র কোন নেতা কর্মী সম্পৃক্ত না। কে বা কাহারা নিরীহ সাধারণ জনগণের নাম দিয়েছে তাও আমরা জানি না।

এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান বলেন, “১৬ জুলাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। এখন উল্টো নিরপরাধ, রাজনীতির সঙ্গে সম্পর্কহীন আমজনতাকে আসামি করা ও গ্রেফতার করা হচ্ছে। এটি চরম দুঃখজনক ও বেআইনি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
ইউসুফ দারিয়া – সভাপতি, পৌর বিএনপি
ফায়েকুজ্জামান ফায়েক – সাবেক ভিপি
সলেমান শেখ – সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
মান্নান শেখ – সদস্য সচিব, যুবদল
আব্দুল হাকিম খলিফা, স্বেচ্ছাসেবক দলের মাহাবুব খান
মো. লালন – আহ্বায়ক, ছাত্রদল
মো. বাইজিদ – ছাত্রদল নেতা
ও অন্যান্য নেতৃবৃন্দ।

কোটালীপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এই গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, নিরীহ ব্যক্তিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিরীহ জনগণকে হয়রানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ১৬ জুলাই এনসিপির ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওয়াবদারহাট বাজার এলাকায় প্রকাশ্যে রাস্তার গাছ কেটে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কাউকে গ্রেফতার করেনি।

পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ নিজে বাদী হয়ে ১৫৫ জন নামীয় ও অজ্ঞাতনামা প্রায় ১৫০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় কোনো সুনির্দিষ্ট অপরাধ বা পরিচয় ছাড়াই সাধারণ শিক্ষক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ নিরীহ জনগণকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে আজ ২০ জুলাই (রবিবার) দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস.এম মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, “পুলিশের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ জনগণকে হয়রানি ও গণগ্রেপ্তার করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও অবিচার।”

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, এ ঘটনার সাথে বিএনপি’র কোন নেতা কর্মী সম্পৃক্ত না। কে বা কাহারা নিরীহ সাধারণ জনগণের নাম দিয়েছে তাও আমরা জানি না।

এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান বলেন, “১৬ জুলাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। এখন উল্টো নিরপরাধ, রাজনীতির সঙ্গে সম্পর্কহীন আমজনতাকে আসামি করা ও গ্রেফতার করা হচ্ছে। এটি চরম দুঃখজনক ও বেআইনি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
ইউসুফ দারিয়া – সভাপতি, পৌর বিএনপি
ফায়েকুজ্জামান ফায়েক – সাবেক ভিপি
সলেমান শেখ – সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
মান্নান শেখ – সদস্য সচিব, যুবদল
আব্দুল হাকিম খলিফা, স্বেচ্ছাসেবক দলের মাহাবুব খান
মো. লালন – আহ্বায়ক, ছাত্রদল
মো. বাইজিদ – ছাত্রদল নেতা
ও অন্যান্য নেতৃবৃন্দ।

কোটালীপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এই গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, নিরীহ ব্যক্তিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।