ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় চলাচলের সড়কের ওপর দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুন) দুপুরে এই সংঘর্ষের সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। এলাকাবাসী জানায়, শিমুলিয়া বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়কে দেয়াল নির্মাণ করতে গেলে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছিল। এ নিয়ে একাধিকবার প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।