ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে “আল ইসলামিয়া ফাউন্ডেশ” এর মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

আল ইসলামিয়া ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। ‘দেশের বায়ু,দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও জনসমাগম এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করা হচ্ছে।

২১ জুন শনিবার ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় আলেম, শিক্ষক, ছাত্র ও সমাজসেবকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ইসলাম গাছ লাগানোর গুরুত্ব দিয়েছে। এটি একটি সদকায়ে জারিয়া, যা দুনিয়া ও আখিরাতে উপকার বয়ে আনে।”

ফাউন্ডেশনের সভাপতি আহসান হাবীব শেখ জানান, পুরো জুন মাসজুড়ে চলবে এ অভিযান। পরিবেশ রক্ষা ও ধর্মীয় সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ আয়োজন এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জে “আল ইসলামিয়া ফাউন্ডেশ” এর মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

আপডেট সময় ১০:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আল ইসলামিয়া ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। ‘দেশের বায়ু,দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও জনসমাগম এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করা হচ্ছে।

২১ জুন শনিবার ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় আলেম, শিক্ষক, ছাত্র ও সমাজসেবকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ইসলাম গাছ লাগানোর গুরুত্ব দিয়েছে। এটি একটি সদকায়ে জারিয়া, যা দুনিয়া ও আখিরাতে উপকার বয়ে আনে।”

ফাউন্ডেশনের সভাপতি আহসান হাবীব শেখ জানান, পুরো জুন মাসজুড়ে চলবে এ অভিযান। পরিবেশ রক্ষা ও ধর্মীয় সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ আয়োজন এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।