জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর গুপ্তপাড়া এলাকার এমসি মজুমদার রোডে দলের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা শাখার সংগঠক মোঃ আঃ আজিজ চৌধুরী সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কনক। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি জন্ম নিয়েছে একটি নতুন, সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে। দেশের বিদ্যমান দুই প্রধান রাজনৈতিক দলের ভণ্ডামি ও ব্যর্থতা থেকে জনগণ মুক্তি চায়।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “এমন কোনো জায়গা নেই যেখানে তারা চাঁদাবাজি করছে না। অতীতে তারা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।” আওয়ামী লীগের সমালোচনায় তিনি বলেন, “গত ১৭ বছর ধরে তারা ‘ট্যাগ রাজনীতি’ করে মানুষের আশা-আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে।”
সভায় বক্তারা জাতীয় পার্টিরও তীব্র সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, “জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আর জিএম কাদের সরকারকে ফ্যাসিবাদী রূপ দিতে সহায়তা করছেন।” তারা জিএম কাদেরের গ্রেফতার দাবি করেন এবং বলেন, “আবু সাঈদের হত্যাকাণ্ড এবং নাহিদ ইসলামের ঘোষণার সময়সূচি পরিবর্তন না হলে জুলাই অভ্যুত্থান ঘটত না।”
সভায় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর এনসিপির সংগঠক আলমগীর নয়ন, ইমরান হোসেন, রোস্তম আলী এবং শান্তি কাদেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, আওয়ামী লীগ ও তাদের মিত্রদের বিচারের দাবি এবং দেশের রাজনৈতিক সংস্কারে মৌলিক পরিবর্তনের আহ্বান জানান।