শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়নের কোহাকান্দা এস. হক উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরিচিতি সভায় ৫ং ধলা ইউনিয়নের চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো: জাকির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা নবগঠিত কমিটির সভাপতি, যুবনেতা ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ শওকত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিচিতি সভা শেষে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বৃক্ষরোপণ শেষে এক মনোজ্ঞ ফটোসেশনেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সেটসহ অন্যান্য খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে মোহাম্মদ শওকত হোসেন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আমরা সবসময় পাশে থাকবো। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।”
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা কমিটির এই উদ্যোগকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।