ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম কিনা হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পাঁচবিবি পৌর পার্কে এই প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইটের মেয়ে উদিতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনা হত্যায় জিয়াউল ফেরদৌস রাইটকে মিথ্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি মামলা থেকে রাইটকে অব্যাহতি দেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলন ও থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনাকে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পূর্বপরিকল্পিতভাবে মারধর করা হয়। পরে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে ২৬ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে পারিবারিক বিরোধে কিশোরকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৩:৪৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম কিনা হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পাঁচবিবি পৌর পার্কে এই প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইটের মেয়ে উদিতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনা হত্যায় জিয়াউল ফেরদৌস রাইটকে মিথ্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি মামলা থেকে রাইটকে অব্যাহতি দেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলন ও থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনাকে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পূর্বপরিকল্পিতভাবে মারধর করা হয়। পরে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে ২৬ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471