ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করেছে ৩৩ ব্যাটালিয়ন বিজিবি

  • এম মনিরুল ইসলাম
  • আপডেট সময় ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:
২২ জুলাই ২০২৫ তারিখ সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপি কর্তৃক ১৭০০-১৭৩০ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন ফুলতলা বাজার নামক স্থানে, পদ্মশাখরা বিওপি কর্তৃক ১৭১০-১৭৩০ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন গাজীপাড়া ঈদগাঁহ মাঠ নামক স্থানে, তলুইগাছা বিওপি কর্তৃক ১৭১৫-১৭৩৫ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন চৌরংগীর মোড় নামক স্থানে এবং গাজীপুর বিওপি কর্তৃক ১৮০০-১৮২০ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন গাজীপুর তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী জনসাধারণ ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গের উপস্থিতিতে কোম্পানী/বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান দমন, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু, মাদকদ্রব্য, মানব, অস্ত্র ও স্বর্ণ পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় ও জনসচেতনতামূলক সভাসমূহে কোম্পানী/বিওপি কমান্ডারগণ অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান এবং মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন। কোম্পানী/বিওপি কমান্ডারগণ আরও বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

এছাড়া সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কেউ যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। সভাসমূহে মানব পাচার, মাদকসহ বিভিন্ন দ্রব্যাদির চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। উপস্থিত জনসাধারণ সীমান্তে বিজিবির নিরলস কর্তব্য পালন এবং মানব পাচার মাদক ও অন্যান্য দ্রব্য সামগ্রী আটকের সাফল্যে বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবি’র উল্লেখিত কর্মকান্ড সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

পরিশেষে কোম্পানী/বিওপি কমান্ডারগণ বলেন সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের সহযোগিতা ও পজেটিভ মনোভাব একান্ত প্রয়োজন। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বাঁশখালী সরকারি আলাওল কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করেছে ৩৩ ব্যাটালিয়ন বিজিবি

আপডেট সময় ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:
২২ জুলাই ২০২৫ তারিখ সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপি কর্তৃক ১৭০০-১৭৩০ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন ফুলতলা বাজার নামক স্থানে, পদ্মশাখরা বিওপি কর্তৃক ১৭১০-১৭৩০ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন গাজীপাড়া ঈদগাঁহ মাঠ নামক স্থানে, তলুইগাছা বিওপি কর্তৃক ১৭১৫-১৭৩৫ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন চৌরংগীর মোড় নামক স্থানে এবং গাজীপুর বিওপি কর্তৃক ১৮০০-১৮২০ ঘটিকা পর্যন্ত দায়িত্বাধীন গাজীপুর তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী জনসাধারণ ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গের উপস্থিতিতে কোম্পানী/বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান দমন, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু, মাদকদ্রব্য, মানব, অস্ত্র ও স্বর্ণ পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় ও জনসচেতনতামূলক সভাসমূহে কোম্পানী/বিওপি কমান্ডারগণ অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান এবং মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন। কোম্পানী/বিওপি কমান্ডারগণ আরও বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বদাই শক্ত অবস্থানে থাকবে এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

এছাড়া সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কেউ যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। সভাসমূহে মানব পাচার, মাদকসহ বিভিন্ন দ্রব্যাদির চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির নিরলস প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। উপস্থিত জনসাধারণ সীমান্তে বিজিবির নিরলস কর্তব্য পালন এবং মানব পাচার মাদক ও অন্যান্য দ্রব্য সামগ্রী আটকের সাফল্যে বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবি’র উল্লেখিত কর্মকান্ড সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

পরিশেষে কোম্পানী/বিওপি কমান্ডারগণ বলেন সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের সহযোগিতা ও পজেটিভ মনোভাব একান্ত প্রয়োজন। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471