৭ জুলাই ২০২৫ বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে “জুলাই মঞ্চ” চাঁদপুর জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা জেলা পুলিশ সুপারের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটআহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির আহত প্রতিনিধি শাহ্পরান সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব।
এ সময় তিনি বলেন, জুলাই চেতনায় মানুষের স্বাধীনতা ও নিরাপত্তায় জেলায় চুরি ও কিশোর গ্যাং রোধে পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরো বলেন, আপনারা তরুণ প্রজন্ম মাদক নিয়ে কথা বলেন এবং মাদক নিরসন করার জন্য অগ্রসর হয়ে আমাদেরকে তথ্য দিবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। মাদক নিরসনের জন্য প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমাদের টহল দরকার ,আমরা ইউনিয়ন পরিষদে টহলের ব্যবস্থা করবো। এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ সন্ত্রাসের পক্ষে কথা বলার মতো কাউকে দেখা যায়না, আপনারা আমাদেরকে তথ্য দেবেন আমরা ব্যবস্থা নিবো।
সভায় সভাপতির বক্তব্যে সাংবাদিক মো.জাকির হোসেন সবাইকে প্রোগ্রামের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন
জুলাই বিপ্লব প্রমাণ করেছে যে, জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল একটি সমাজের মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই বিপ্লব প্রমাণ করেছে যে, জনগণ ঐক্যবদ্ধ হলে যেকোনো স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পারে।
জুলাই মঞ্চ প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সারা বাংলাদেশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ।
বক্তারা বলেন চাঁদপুরে মাদক সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবান ও প্রভাবশালী পরিবারের সন্তানরাও সর্বনাশা এ নেশার জগৎ ঘিরে গড়ে তোলে বাণিজ্যিক সিন্ডিকেট। মাদকের প্রভাব কমানো যাচ্ছে না। ভয়ঙ্কর সব মাদকদ্রব্য শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও তরুণ সমাজে মাদকাসক্তি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদক। সিন্ডিকেটের প্রধান লক্ষ্য অভিজাত পরিবারের সন্তানরা। পাশাপাশি উঠতি বয়সী কিশোর ও তরুণরাও তাদের টার্গেট। মাদকাসক্তরা সমাজের নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
মাদকের প্রতি পুলিশ প্রশাসনের আরো কঠোর অবস্থানের আহ্বান জানান তারা।
চাঁদপুরে কিশোর গ্যাং, জায়গা দখল, চাঁদাবাজি, মাদক ও যানবাহন নিয়ন্ত্রণে তথ্য-উপাত্ত দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।
এ সময়ের আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, জেলা জুলাই মঞ্চের মুখপাত্র
সাইফুদ্দিন হিশাম, মুখ্য সমন্বয়ক অরাফ গাজী,প্রতিনিধি সৈয়দ সাকিবুল ইসলাম রানা,লিয়াজো সমন্বয় ওয়াহিদুল ইসলাম সাইফ,সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ প্রতিনিধি, মোরশেদ আলম মুন্না,তথ্যচিত্র ধারণ প্রতিনিধি রিফাত মাহমুদ, প্রতিনিধি আব্দুল হাই লাভলু,জোসনা মুন্নি, এ আর আলাউদ্দিন, খলিলুর রহমান,নাহিদ হাসানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও জেলা কাঠামোর সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও মতবিনিময় সভা শেষে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।
চাঁদপুর পুলিশ সুপারের সাথে জুলাই মঞ্চের নেতৃবৃন্দের মতবিনিময়
-
মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি।
- আপডেট সময় ০১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- ৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত