ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৫৮.২২ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছর মোট ১,০৫,৫৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেই, যার মধ্যে ৬১,৪৫৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৬,৬৭৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩,১২৩ জন এবং ছাত্রী ৩,৫৫৫ জন।
জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী,
জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা।
নেত্রকোনা: ১৯,৪১৯ পরীক্ষার্থীর মধ্যে ১১,৬৬৯ জন পাশ করেছে (পাশের হার ৬০.০৮%)
জামালপুর: ২৫,৭৮৭ পরীক্ষার্থীর মধ্যে ১৫,৩৩৬ জন পাশ করেছে (৫৯.৪৬%)
ময়মনসিংহ: ৪৫,৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে ২৬,৬৯১ জন পাশ করেছে (৫৮.২০%)
শেরপুর: ১৪,৪৯৬ পরীক্ষার্থীর মধ্যে ৭,৭৬০ জন পাশ করেছে (৫৩.৫৪%)
চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ বলেন, সামগ্রিক ফলাফল প্রত্যাশার চেয়ে কম হলেও, বিশেষ করে ছাত্রীদের ফলাফলে যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে, তা আমাদের আশাবাদী করে তুলেছে। আমরা ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেব।
অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, করোনা পরবর্তী শিক্ষাজনিত ব্যাঘাত, নিয়মিত অনুশীলনের ঘাটতি এবং গ্রামীণ এলাকায় শিক্ষার পরিকাঠামোগত দুর্বলতা এই ফলাফলের পিছনে অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান না হলে শিক্ষার মানোন্নয়ন কঠিন হয়ে পড়বে।