গাইবান্ধা প্রতিনিধি ঃ-জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেল ৪টায় গাইবান্ধা জেলা স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হবে। এ খেলায় প্রতিযোগিতায় লড়বেন গাইবান্ধা পৌরসভা বনাম গোবিন্দগঞ্জ উপজেলা দলের।
শক্তিমত্তার বিচারে দুই দলেই সমানে সমান,তাই জমজমাট ফাইনালের আশা করছে দর্শক ও সমর্থকেরা। দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। গোটা জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শুক্রবারের ফাইনালে কে শিরোপা জিতবে।
গাইবান্ধা পৌরসভার কোচ রফিকুল ইসলাম লুলু গোবিন্দগঞ্জকে শক্তিশালী দল বলে সমীহ করলেও দলের খেলোয়াড়দের প্রতি আস্থা রেখে শিরোপা জেতার ব্যাপারে তিনি বেশ আশাবাদী।
এদিকে, শিরোপা জেতার ব্যাপারেও গোবিন্দগঞ্জের কোচ রেজাউল করিম বলেন, পৌরসভা ভালো দল হলেও তাদের হারিয়ে গোবিন্দগঞ্জবাসীকে শিরোপা উপহার দিতে চাই।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত গাইবান্ধা পৌরসভা প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠিয়ে বিপরীতে হজম করেছে ৪ গোল,
পক্ষান্তরে গোবিন্দগঞ্জ প্রতিপক্ষের জালে ২৬ গোল দিয়ে হজম করেছে মাত্র ৩ গোল।
এছাড়া টুর্নামেন্ট সেরা হবার দৌড়ে ৯ গোল নিয়ে সমানভাবে অবস্থান করছে গাইবান্ধা পৌরসভার সজিব ও গোবিন্দগঞ্জের নাবিব নেওয়াজ জীবন।
এই ফাইনাল খেলা দেখতে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ সর্বস্তরের জনগণকে আমন্ত্রন জানিয়েছেন। তাই প্রচুর দর্শকের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সার্বিক নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও স্টেডিয়ামের আশপাশে টহলে থাকবে।