“মিথ্যা অপবাদ দাতাদের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল আবারও রাজপথে!” – গোপন চক্রান্ত, মিথ্যা প্রপাগান্ডা এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদলের ডাকে সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) ও সাধারণ সম্পাদক মো: নাঈম হাসান উজ্জ্বল এর নেতৃত্বে পৌরপার্ক থেকে শুরু হওয়া মিছিলটি নিউমার্কেট, খরমপুরসহ শহরের প্রধান সড়কগুলো কাঁপিয়ে থানামোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,”রাজপথ দখলে রাখবে ছাত্রদল,তারেক রহমানের নামে মিথ্যা অপবাদ ছড়ালে ছাত্রদল রাজপথেই দাঁতভাঙা জবাব দেবে। ষড়যন্ত্রকারীদের বাংলাদেশে কোনো ঠাঁই নেই।”
সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন,
“ফ্যাসিস্ট সরকারের দোসরদের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল সবসময় আন্দোলন করেছে। গোপন সংগঠনের মিথ্যা প্রপাগান্ডাকারীদের এবার রাজপথ থেকে পালানোর সুযোগ দেওয়া হবে না।”
মিছিলে শেরপুর জেলা ছাত্রদলের সকল উপজেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা “তারেক রহমানের নামে অপবাদ মানি না”, “ষড়যন্ত্রের জবাব রাজপথে” সহ নানা স্লোগান দিতে দিতে শহর মুখরিত করে তোলেন।