জেলা প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান “ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার” এবং মিটফোর্ডে ব্যবসায়ী খুনের “পাশবিক হত্যাকাণ্ডের” দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শেরপুর জেলা শাখা।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন অর রশীদ (মামুন) এবং সদস্য সচিব মো. নিয়ামুল হাসান আনন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের নিউ মার্কেট থেকে শুরু হয়ে খরমপুর, কলেজ মোড়, ডিসি গেট, বটতলা প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম ফারাজী। বিক্ষোভ চলাকালে নেতা-কর্মীরা
“দিল্লি গেছে স্বৈরাচার-
পিন্ডি যাবে রাজাকার”
“স্বৈরাচার আর রাজাকার
মিলেমিশে একাকার”
“ষড়যন্ত্র হয়নি শেষ
সজাগ থাকো বাংলাদেশ”
ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর-রশীদ (মামুন) বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র চলছে, তা আর সহ্য করা হবে না। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করছি—এ ধরনের অপচেষ্টা চলতে থাকলে রাজপথেই এর কঠোর জবাব দেওয়া হবে।”
কেন্দ্রীয় নেতা মাহবুব আলম ফারাজী বলেন,
“বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ—তারেক রহমান ও গণতন্ত্রের বিরুদ্ধে কোনো মিথ্যাচার সহ্য করবো না। জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।”
বিক্ষোভে জেলা স্বেচ্ছাসেবক দলের সকল থানা ও শহর শাখার নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।