ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দিলেন ময়মনসিংহ জামায়াতের ৫ হাজার নেতা-কর্মী

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মী। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার পথে যাত্রা করে।

সমাবেশে অংশ নিতে আগত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনেককে হাতে ব্যানার, মাথায় ফিতা ও দলীয় স্লোগানে মুখরিত অবস্থায় স্টেশনে উপস্থিত হতে দেখা গেছে। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।

মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহ থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। আমরা আশা করি, এই সমাবেশের মধ্য দিয়ে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার বলেন, “এই সমাবেশের মাধ্যমে দেশবাসী আবারও প্রমাণ করবে—মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রত্যাশা করে। নেতা-কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মন্ত্রণালয়ে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে আট কোচবিশিষ্ট ট্রেনটি ভাড়ার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়, যার আসনসংখ্যা ৪২৮। ট্রেনটির আসা-যাওয়ার জন্য নির্ধারিত ভাড়া ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।

সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ফিরে আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শেরপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দিলেন ময়মনসিংহ জামায়াতের ৫ হাজার নেতা-কর্মী

আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মী। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার পথে যাত্রা করে।

সমাবেশে অংশ নিতে আগত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনেককে হাতে ব্যানার, মাথায় ফিতা ও দলীয় স্লোগানে মুখরিত অবস্থায় স্টেশনে উপস্থিত হতে দেখা গেছে। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।

মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহ থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। আমরা আশা করি, এই সমাবেশের মধ্য দিয়ে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার বলেন, “এই সমাবেশের মাধ্যমে দেশবাসী আবারও প্রমাণ করবে—মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রত্যাশা করে। নেতা-কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মন্ত্রণালয়ে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে আট কোচবিশিষ্ট ট্রেনটি ভাড়ার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়, যার আসনসংখ্যা ৪২৮। ট্রেনটির আসা-যাওয়ার জন্য নির্ধারিত ভাড়া ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।

সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ফিরে আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।