সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে ইন্টার্ন ইউনিভার্সিটির সামার ২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়, যা তাদের একাডেমিক যাত্রার সূচনায় অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা এবং সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কালচার ক্লাবের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রকাশ ঘটায়।
নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনটি নবাগতদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক আনন্দমুখর ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।