জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল অসাবধানতাবশত চারতলার লিফটের ফাঁকা অংশ থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মী শ্রমিক ও সুপারভাইজাররা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে, পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এনাম মেডিকেলের পরামর্শে বিকেলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
এই বিষয়ে নির্মাণ কার্য সম্পাদনকারী প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মমিনুল করিম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে প্রকল্পের কাজ বন্ধ রাখার পত্র ইতোমধ্যে প্রদান করা হয়েছিল। তবে পত্র পাওয়ার আগে সম্পন্ন হওয়া ঢালাইয়ের রুটিন ওয়ার্ক ও কিউরিং কাজ চলমান ছিল। “চারতলায় কোনো কাজ চলমান ছিল না। কেবল কিউরিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং দায়ভার স্বীকার করছি,” বলেন তিনি।
তিনি আরও জানান, মানবিক বিবেচনায় নিহতের পরিবারকে শ্রম আইন অনুসারে সব ধরনের সহায়তা দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অকাল এই মৃত্যুতে পুরো প্রতিষ্ঠান শোকাহত।