রাজবাড়ী জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মার্চ ফর জাস্টিস পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
(৩১জুলাই) বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জজ কোর্ট চত্বর থেকে
পদযাত্রা শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তৃতা করেন, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী অ্যাড. কাজী আব্দুল বারী, রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জিপি অ্যাড. এনএন শাহিদুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের ও জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রাজ্জাক (২) প্রমুখ।
এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা রায় দিয়ে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। জুলাই অভ্যুত্থানে শত শত মানুষকে হত্যা করেছে। প্রধান বিচারপতি খায়রুল হক সহ শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট তৈরী করেছে সকলকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে শেখ হাসিনার কাছে বিক্রি করেছিল। সবাইকে বিচারের আওতায় আনাসহ ফাঁসির দাবী জানান।