রাজবাড়ী জেলা প্রতিনিধি;
আজ ৩১জুলাই ২০২৫ইং রোজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের ধানের শীষের কান্ডারী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ১৯৭১ইং সালের লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ আবুল হোসেন খান।
এই কাউন্সিলের মাধ্যমে ইসলামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের নতুন নেতৃত্ব গঠিত হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা মোঃ আবুল খায়ের মোল্লা
এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা মোঃ আবদুর রাজ্জাক।
এসময় বক্তারা বলেন
জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত ওলামা সমাজের এই সম্মিলিত প্রয়াস আগামীর পথচলায় নিঃসন্দেহে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে ইনশাআল্লাহ।