নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ যুব অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার আওতাধীন ডিমলা উপজেলা শাখার কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। ৩ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬ (ছয়) মাসের জন্য অনুমোদিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউসুফ আলী। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শাহীন আলম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাফিন রহমান, মোঃ গোলাম রাব্বানী, মোঃ আরিফ হোসেন, মোঃ আব্দুল আলিম প্রমুখ।
কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সিফাত আহমেদ মিলন এবং যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল রানা।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোঃ আহম্মেদ শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান আলী এছাড়াও বিভিন্ন পদে অন্তর্ভুক্ত রয়েছেন – মোঃ রাজু ইসলাম, মোঃ বাবু ইসলাম, মোঃ আঃ রাজ্জাক, মোঃ নুর আলমসহ আরও অনেকে।
উল্লেখ্য, উক্ত কমিটির অনুমোদন দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক (মুন্না)।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ডিমলা উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও গণমুখী হবে।