উপজেলা প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নীলফামারী ডিমলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসাথে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
স্মৃতি অম্লান চত্বর,শুটিবাড়ি রোড, ডিমলায়। রবিবার, ১০ আগস্ট ২০২৫সময়: দুপুর১:৩০ মিনিটে
বক্তারা জানান, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও কোনো ঘটনারই বিচার হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার কার্যকর না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তুহিন হত্যার বিচার না হলে দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলেও তারা সতর্ক করেন।
আয়োজনে:- ডিমলা উপজেলায় কর্মরত সকল পেশাদার সাংবাদিকবৃন্দ।