নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি ঃ-
গাইবান্ধা জেলা পৌর শহরের ১ নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগষ্ট শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী শহরের পাবলিক লাইব্রেরীর হলরুমে ভোটারদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। ব্যাপক উৎসব মুখর ও গণতান্ত্রিক পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক পদে ২ জন করে প্রতিদন্দিতা করেছেন। ১০৫ জন ভোটারের মধ্যে ৪৩ ভোট পেয়ে গরুর গাড়ী প্রতিকে সভাপতি নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম লিচু তার নিকটতম প্রতিদন্দি মাহবুব মিয়া হাতি প্রতিকে ভোট পেয়েছে ৩৮ টি, সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান খোকা ফুটবল প্রতিকে ভোট পেয়েছে ৬১ টি, তার নিকটতম প্রতিদন্দি মামুনুর রশিদ নিশাদ আনারস প্রতিকে ভোট পেয়েছে ৩৯ টি আর সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নীল মিয়া টিয়া পাখি প্রতিকে ভোট পেয়েছে ৮৪ টি তার নিকটতম প্রতিদন্দি তারিকুল ইসলাম কলস মার্কায় ভোট পেয়েছে ১৭ টি।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, মোঃ আনিছুর রহমান নাদিম, মোঃ শফিকুল ইসলাম লিপন ও অ্যাডভোকেট খন্দকার আল আমিন। শেষে বিজয় মিছিল করেন তারা।