ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চোখের ভেতর লুকানো সমুদ্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ মিলন হক

তোমাকে ভালো হতে হবে না—
আমি বলছি না তুমি ভালো হও।
আমি বলছি, তুমি মানুষ হও।
মানুষ হয়েও অনেকে মানুষ হয় না,
আমি বলছি, তুমি খাঁটি মানুষ হও।

তুমি ছলনাময়ী প্রেয়সী হয়ো না,
তুমি ললনাময়ী, মায়াময়ী, প্রেমময়ী হও।
তুমি আঁধার রাত্রির তমসায়
সবকিছু গ্রাস করা ছায়া হয়ো না,
বরং সেই আঁধারে থেকেও
মায়ায় ভরা একটি প্রদীপ হয়ে ওঠো।

তোমাকে চাঁদের ধবল জ্যোৎস্না হতে হবে না,
তুমি ধরণীর গভীর আঁধারও হতে পারো—
যদি তাতে আমার হৃদয়ের সব সুর
নিঃশব্দে বাঁধা থাকে তোমার অন্তরে।

তোমাকে বাতাসে নাম লিখতে হবে না,
আমার নিশ্বাসে মেশার জন্য।
আমার মনের ব্যালকনির কিনারায়,
তোমার নাম লিখে রাখলেই হবে।

তোমাকে সুবাসিত ফুল হতে হবে না
আমার মনে বসন্ত আনার জন্য।
তুমি এলোমেলো চুলে, সন্ধ্যার বাতাসে,
নীল শাড়ী, চুড়ি,দুল, পায়ে নূপুর পরে,
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলেই হবে।

তোমার নয়ন হোক মায়ার সাগর,
যাতে আমার চোখ অন্ধ হলেও
অন্ধত্বে তোমার মায়া না ভুলে যাই।

তুমি ততটাই বিশ্বস্ত সঙ্গী হও,
যতটা সদ্য জন্ম নেওয়া শিশু
নিজের মাকে বিশ্বাস করে।

তুমি কোনো শাড়ির আঁচলে,
আমাকে বাঁধতে পারবে না—
তুমি আমাকে মায়ায় বাঁধতে পারো।
আমাকে এমনভাবে তোমার মায়ায় বাঁধো,
যেন আমৃত্যু আটকে থাকি মায়ার বন্ধনে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

চোখের ভেতর লুকানো সমুদ্র

আপডেট সময় ০১:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

মোঃ মিলন হক

তোমাকে ভালো হতে হবে না—
আমি বলছি না তুমি ভালো হও।
আমি বলছি, তুমি মানুষ হও।
মানুষ হয়েও অনেকে মানুষ হয় না,
আমি বলছি, তুমি খাঁটি মানুষ হও।

তুমি ছলনাময়ী প্রেয়সী হয়ো না,
তুমি ললনাময়ী, মায়াময়ী, প্রেমময়ী হও।
তুমি আঁধার রাত্রির তমসায়
সবকিছু গ্রাস করা ছায়া হয়ো না,
বরং সেই আঁধারে থেকেও
মায়ায় ভরা একটি প্রদীপ হয়ে ওঠো।

তোমাকে চাঁদের ধবল জ্যোৎস্না হতে হবে না,
তুমি ধরণীর গভীর আঁধারও হতে পারো—
যদি তাতে আমার হৃদয়ের সব সুর
নিঃশব্দে বাঁধা থাকে তোমার অন্তরে।

তোমাকে বাতাসে নাম লিখতে হবে না,
আমার নিশ্বাসে মেশার জন্য।
আমার মনের ব্যালকনির কিনারায়,
তোমার নাম লিখে রাখলেই হবে।

তোমাকে সুবাসিত ফুল হতে হবে না
আমার মনে বসন্ত আনার জন্য।
তুমি এলোমেলো চুলে, সন্ধ্যার বাতাসে,
নীল শাড়ী, চুড়ি,দুল, পায়ে নূপুর পরে,
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলেই হবে।

তোমার নয়ন হোক মায়ার সাগর,
যাতে আমার চোখ অন্ধ হলেও
অন্ধত্বে তোমার মায়া না ভুলে যাই।

তুমি ততটাই বিশ্বস্ত সঙ্গী হও,
যতটা সদ্য জন্ম নেওয়া শিশু
নিজের মাকে বিশ্বাস করে।

তুমি কোনো শাড়ির আঁচলে,
আমাকে বাঁধতে পারবে না—
তুমি আমাকে মায়ায় বাঁধতে পারো।
আমাকে এমনভাবে তোমার মায়ায় বাঁধো,
যেন আমৃত্যু আটকে থাকি মায়ার বন্ধনে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471