ক্রাইম রিপোর্টার,
সিলেট (গোয়াইনঘাট)প্রতিনিধি :
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৭৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
গত বুধবার (১৩ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে এসআই (নিঃ) মো. মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় মজুমদারী সিএনজি স্ট্যান্ডের পার্কিংয়ের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী আবু বক্কর (২৪) কে আটক করেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বুগলকান্দি গ্রামের হাফিজ নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, এসময় তার কাছ থেকে সর্বমোট ৫৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা (নং-১৩, তাং-১৪/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় রুজু হয়।
গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।