(ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ) শেরপুরের ঝিনাইগাতীতে মাদক কারবারির হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম গুরুতর আহত হয়। এঘটনায় ১৬ আগষ্ট আহতের ছোটভাই হুমায়ূন খান বাদী হয়ে মাদক কারবারি মোঃ রাসেল মিয়াসহ ৫ জন আরও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশ আমলে নিয়ে,ওই রাতেই গোমড়া গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত মোঃ কোরবান আলী মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ আব্দুস সামাদ নামে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উল্লেখ্য- দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম, সম্প্রতি মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাসেল বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন। সংবাদ প্রকাশ করার পর থেকেই মাদক কারবারিরা ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৫ আগষ্ট রাতে সাংবাদিক খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজারে তার ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসার পথে
মাদক কারবারি রাসেল ও তার সহযোগীরা তার উপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে সাংবাদিক খোরশেদ আলম একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে মাদক কারবারিরা কেটে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ১৬আগষ্ট সকালে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত সাংবাদিক খোরশেদ আলম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে ৩
আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৭আগষ্ট তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম আহতের ঘটনায় গ্রেফতার-৩
-
এম,শাহজাহান
- আপডেট সময় ০৯:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত