ইকবাল মোল্লা
দিঘলিয়া উপজেলা প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী মোড়লপাড়ায় ভাতিজিকে ধর্ষণের ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে পলাতক চাচা আজম মোড়লকে (৩৭) ঢাকা থেকে আটক করেছে পুলিশ। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজম মোড়লকে ঢাকা থেকে আটক করা হয়। পরে তাকে দিঘলিয়া থানায় আনার জন্য একটি পুলিশ দল রওনা দেয়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে কাপড় কিনে দেওয়ার কথা বলে আজম মোড়ল ষোড়শী কিশোরী ভাতিজিকে খুলনার বড়বাজারে নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা হয়ে গেলে সে ইজিবাইকে করে মেয়েটিকে একটি তালাবদ্ধ পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
পরে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। ভিকটিম ভিডিও ফাঁস হওয়ার ভয়ে দীর্ঘদিন ঘটনা গোপন রাখে। সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে পরিবার বুঝতে পারে যে সে ৭ মাসের অন্তঃসত্ত্বা।
পরে স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক প্রসবের জন্য অস্বীকৃতি জানান। বিষয়টি জানাজানি হলে আজম আত্মগোপনে চলে যায়। জানা গেছে, আত্মগোপনে থাকা অবস্থায় আজম ভুক্তভোগীকে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয় এবং অপারেশনের মাধ্যমে গর্ভপাত করাতে চাপ প্রয়োগ করে।
এদিকে, ঘটনার প্রায় এক মাস আগে আজম একজন চাকরিজীবী নারীকে বিয়ে করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভুক্তভোগীর দরিদ্র পিতা খুলনা পারিবারিক আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেছেন।