ইকবাল মোল্লা
দিঘলিয়া উপজেলা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সদর ইউনিয়নের দেয়াড়া এলাকা থেকে ৪ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক টিম সোমবার দিবাগত রাতে দেয়াড়া গ্রামে অভিযান চালায়। এ সময় খালেক শেখের ছেলে আমিরুল শেখ (৩৪) কে আটক করা হয়।
গ্রেপ্তারের পর আমিরুলের দেখানো মতে তার বাড়ির সিঁড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে তাকে দিঘলিয়া থানায় আনা হয়।
ওসি আরও জানান, আটক গুলির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অস্ত্র রয়েছে কিনা তা বের করতে পুলিশের একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।