টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের স্বামীহীন অসহায় জুলেখা বেগমকে নতুন ঘর করে দিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আজাদ। শনিবার (১৬ আগষ্ট) সকালে টাঙ্গাইল -১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আজাদ ঘর তৈরির যাবতীয় সরঞ্জাম সহ নিজস্ব কর্মী নিয়ে নিজেই তদারকি করে অসহায় জুলেখা বেগমের বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে ঘর তৈরি করে দেন। জুলেখা বেগম এর পিতা মৃতঃ ইয়াকুব আলী। জুলেখা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানটিকি গ্রামের বাসিন্দা । অসহায় জুলেখা জানান, ” আমি আগে ভাঙ্গা ঘরে থাকতাম, এখন কর্নেল আজাদ আমাকে একটি নতুন ঘর করে দিলেন, এখন আমি ভালো ভাবে থাকতে পারবো । আমি কর্নেল আজাদ এর জন্য দোয়া করি উনি যেন দীর্ঘজীবি হোন এবং অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারেন “।