বোয়ালমারী, (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ স্থলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে উপজেলা ও পৌর শিবিরের উদ্যোগে সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। পাশাপাশি তার বিভিন্ন উক্তি সম্বলিত প্লেকার্ড দিয়ে সাজানো হয় স্থানটি।
২০২৪ সালের ৫ আগস্ট, রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্র-জনতার একটি অংশ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করে। প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এই স্থানে অনুষ্ঠান হলেও, চলতি বছর সেখানে ভিন্নধর্মী আয়োজন দেখা যায়।
বোয়ালমারী উপজেলা শিবিরের সভাপতি আলী আজম বলেন, ‘২০২৩ সালের ১৪ আগস্ট আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেন। ইসলামের প্রতি তার দাওয়াতের খেদমত মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন।’।
পৌর শিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন বলেন, ‘শহর থেকে গ্রাম পর্যন্ত আল্লামা সাঈদী দেশের মানুষের অন্তরে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। ছাত্র-জনতাকে তার জীবন ও তাফসীর সম্পর্কে জানাতেই এ আয়োজন।’
স্থানীয় কয়েকজন পথচারী জানান, ‘প্রতি বছর ১৫ আগস্ট শোক দিবস পালন করা হলেও এবার এখানে সাঈদীর ওয়াজ শোনার সুযোগ হয়েছে।’