মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
হাটহাজারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত এক মোবাইল কোর্টে চার মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাছির (২৮), ইন্দ্রজিত সরকার (২৩), মো. সাকিব (২৫), এবং মো. রাজীব (২২)।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৪ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০২৮ এর সংশ্লিষ্ট ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।