চাঁদপুর প্রতিনিধি ॥
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমজাদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—
👉 “দেশের উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। অভয়াশ্রম প্রতিষ্ঠা ও দেশি মাছ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নদ-নদীতে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময় সভা, সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর।