ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক-০১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন :
যশোরে ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়ালিমোড় থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। রুবেল কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুল রহমানের ছেলে এবং তিনি ভারতে পাচারের জন্য এসব স্বর্ণ আনেন বলে স্বীকার করেছেন।

আটকের সময় তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়লি এলাকা থেকে রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন এবং কোমরে রাখা ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তিনি। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত সোম ও মঙ্গলবারে যশোরে আরও দুটি সোনার চালান আটক হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বাঁশখালী সরকারি আলাওল কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক

ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক-০১

আপডেট সময় ০৪:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন :
যশোরে ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়ালিমোড় থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। রুবেল কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুল রহমানের ছেলে এবং তিনি ভারতে পাচারের জন্য এসব স্বর্ণ আনেন বলে স্বীকার করেছেন।

আটকের সময় তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়লি এলাকা থেকে রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন এবং কোমরে রাখা ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তিনি। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত সোম ও মঙ্গলবারে যশোরে আরও দুটি সোনার চালান আটক হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471