রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভিডিও কনটেন্ট তৈরির উদ্দেশ্যে সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী। ঘটনাটি ঘটে শনিবার বিকালে মহিপুর তিস্তা সেতু এলাকায়। তবে ২৪ ঘণ্টা পার হলেও তার লাশ উদ্ধার করা যায়নি।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানিয়েছেন, নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে এবং রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে নিরব ও তার সাত বন্ধু নদীপাড়ে ঘুরতে আসেন। তারা একই মেসে থাকতেন। বিকাল ৫টার দিকে ভিডিও বানানোর জন্য নিরব, শাকিল ও রূপম সেতু থেকে নদীতে লাফ দেন। এদের মধ্যে শাকিল ও রূপম সাঁতরে তীরে উঠলেও নিরব তলিয়ে যান। ঘটনাস্থলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে স্রোতের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান।
.