চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হর্ণি দূর্গাপুর গ্রামের মৃত আবদুল হানিফের স্ত্রী বৃদ্ধা আয়েশা বেগম (৬৫) কে তার ছেলে আব্দুর রহিম (৪৫) এবং তার নাতি কাউসার সদলবলে পিটিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই ফরিদ হোসেনের ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘর ভাংচুর করে আব্দুর রহিম (৪৫) গং। এ সময় হামলা করতে বাধা দিলে আব্দুর রহিম (৪৫) ষাটোর্ধ্ব বৃদ্ধা মায়ের ওপরই হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধা আয়শা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে আশংকাজনক অবস্থায় আছেন।
ছোট ছেলে ফরিদ হোসেন জানান, খবর পেয়ে আমি বাড়িতে আসলে তারা আমার ওপরও হামলা চালিয়ে আমাকেও আহত করে। তারা নগদ অর্থ ও মালামাল লুটসহ ঘরের জিনিসপত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে দেয়।
ঘটনার বিষয়ে বৃদ্ধা আয়েশা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।