যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ জুন) ৪৯ বিজিবির অধীন যশোর ব্যাটালিয়নের টহল দল আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, বার্মিজ চাকু, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্য সামগ্রী, গ্রিফ ওয়াটার এবং ভারতীয় কসমেটিকস। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি মাদক ও চোরাচালানি পণ্য আটক করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।