মোল্লা ইকবাল হুসাইন
দিঘলিয়া উপজেলা প্রতিনিধিঃ
দিঘলিয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে শীতকালীন শাক সবজির বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার(১৫ অক্টোবর) দিঘলিয়া উপজেলা কৃষি অফিস সভা কক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দিঘলিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা মহাদেব চন্দ্র সানা। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক। অনুষ্ঠিতটি সঞ্চালনায় ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন। এ সময় দিঘলিয়া উপজেলার বিভিন্ন ব্লকের উপ সহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় বলেন আমাদের চাহিদা অনেক পূরণের সক্ষমতা কম। সরকারি প্রণোদনা ভাগাভাগি করে নিতে হবে। এ বছর যারা পেয়েছেন আগামীতে অন্যকে সুযোগ দিতে হবে। শাক সবজির গুনাগুণ অনেক। তাই পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।