মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
গত শুক্রবার (১৩ জুন ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে মতলব ঘোড়াধারী এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ চিহ্নিত কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর সেনাবাহিনী ক্যাম্প এবং মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ঘোড়াধারী এলাকা থেকে কিশোর গ্যাং সদস্য আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্ত বেপারী (১৭) এবং সবুজ মিজি (১৮)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট হতে ২টি ছুরি, ১ টি এন্টিকার্টার, ১টি কাঁচি, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনী গ্রেফতারকৃতদের মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।