জোরারগঞ্জ জামাতে ইসলামী শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি জামাতে ইসলামির মিরসরাই ১ আসনের মনোনীত প্রার্থী।তিনি বলেন -আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংস করেছেন। আওয়ামী লীগ সরকার জনগণকে গ্যাস বন্ধ করে দেওয়ার, বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে বাংলাদেশের অর্থনীতিকে পুনর্জীবিত করে তুলেছেন। এখন ব্যাংক খাত ঘুরে দাঁড়িয়েছে। চাকরিজীবীরা এখন মাসের শুরুতেই বেতন পাচ্ছে। এটি সম্ভব হয়েছে কেবল সুশাসনের জন্যই। তাই তিনি সরকারে সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার আমির মাওলানা মোক্তার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার- নুরুন্নবী, এতে আরো উপস্থিত ছিলেন জামাতের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
জোরারগঞ্জ থানার বাংলাদেশ জামাতে ইসলামির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
মিরসরাই প্রতিনিধি -মোঃ মনিরুল ইসলাম
- আপডেট সময় ০২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- ৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত