ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের দাবীতে স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা বালিয়াকান্দিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  • আক্কাস আলী খান
  • আপডেট সময় ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি ঃ
যৌতুকের দাবীতে দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা সহ নির্যাতন করার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ মাধুরী হাকিম।

মামলার অভিযোগে বলেন, মাধুরী হাকিম সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারী চাকুরীজীবি মহিলা। এহসানুল হাকিম সাধন মুসলিম হওয়ায় ইসলাম ধর্মের প্রতি অনুপ্রোনিত থাকায় সেই সুযোগে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে প্রতারনার আশ্রয় নেয়। গত ২০২৩ সালের ১৭ মে ৯ লক্ষ ৭৮ হাজার ১ টাকা দেন মোহরানা ধার্য্যে মুসলিম শরাশরিয়তের বিধান মতে নোটারী পাবলিক ঢাকার মাধ্যমে বিবাহ হয়। বিবাহের পর নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন মাধুরী হাকিম।

বিবাহের পর থেকে পর নারীতে আসক্ত হয়ে নেশা করে নগদ টাকা পয়সা, আসবাবপত্র ও স্বর্নের অলঙ্কারাদী সমস্ত নষ্ট করে ফেলে। মাধুরীর গর্ভে থাকা পর পর ২টি সন্তান নষ্ট করে ফেলে। মাধুরী চাকুরীর সুবাদে বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কমপ্লেক্সের ২য় তলায় বসবাস করে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

গত ১৯ জুলাই বিকাল ৪ টার সময় নার্সিং কোয়াটারের ২য় তলায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। প্রস্তাবে রাজী না হলে মাধুরীর শরীরের পিঠের ডান থোরায় খুন্তি গরম করে আঘাত করে গুরুত্বর জখম করে। তারপর গরম খুন্তি দিয়ে ডান হাতে ছ্যাকা দেয়। যৌতুকের টাকা দিতে রাজী না হলে অন্যত্র যৌতুক নিয়ে বিবাহ করবে বলে চলে যায়।

বাদীর আইনজীবি শেখ সাইফুর হক বলেন, মামলাটি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেছে।  

ট্যাগস :
সর্বাধিক পঠিত

নৈতিক ও আদর্শ শিক্ষা ছাড়া দেশ এবং জাতি গঠন করা সম্ভব না— আদর্শ শিক্ষক ফেডারেশন।

যৌতুকের দাবীতে স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা বালিয়াকান্দিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি ঃ
যৌতুকের দাবীতে দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা সহ নির্যাতন করার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ মাধুরী হাকিম।

মামলার অভিযোগে বলেন, মাধুরী হাকিম সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারী চাকুরীজীবি মহিলা। এহসানুল হাকিম সাধন মুসলিম হওয়ায় ইসলাম ধর্মের প্রতি অনুপ্রোনিত থাকায় সেই সুযোগে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে প্রতারনার আশ্রয় নেয়। গত ২০২৩ সালের ১৭ মে ৯ লক্ষ ৭৮ হাজার ১ টাকা দেন মোহরানা ধার্য্যে মুসলিম শরাশরিয়তের বিধান মতে নোটারী পাবলিক ঢাকার মাধ্যমে বিবাহ হয়। বিবাহের পর নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন মাধুরী হাকিম।

বিবাহের পর থেকে পর নারীতে আসক্ত হয়ে নেশা করে নগদ টাকা পয়সা, আসবাবপত্র ও স্বর্নের অলঙ্কারাদী সমস্ত নষ্ট করে ফেলে। মাধুরীর গর্ভে থাকা পর পর ২টি সন্তান নষ্ট করে ফেলে। মাধুরী চাকুরীর সুবাদে বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কমপ্লেক্সের ২য় তলায় বসবাস করে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

গত ১৯ জুলাই বিকাল ৪ টার সময় নার্সিং কোয়াটারের ২য় তলায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। প্রস্তাবে রাজী না হলে মাধুরীর শরীরের পিঠের ডান থোরায় খুন্তি গরম করে আঘাত করে গুরুত্বর জখম করে। তারপর গরম খুন্তি দিয়ে ডান হাতে ছ্যাকা দেয়। যৌতুকের টাকা দিতে রাজী না হলে অন্যত্র যৌতুক নিয়ে বিবাহ করবে বলে চলে যায়।

বাদীর আইনজীবি শেখ সাইফুর হক বলেন, মামলাটি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেছে।  


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471