ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছনুয়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পাইন শুরু

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করার সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ১২ নং ছনুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২২ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ০-১ বছরের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ছানুবী জানিয়েছেন, ‘এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ইউনিয়নের সকল নবজাতক ও সদ্য মৃত্যুবরণকারী ব্যক্তির নিবন্ধন নিশ্চিত করা। যারা এখনও তাদের সন্তানদের জন্ম নিবন্ধন করেননি কিংবা পরিবারের সদস্যদের মৃত্যুর নিবন্ধন সম্পন্ন করেননি, তারা যেন এই সুযোগ গ্রহণ করেন।’

এই নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে হলে অভিভাবকদের টিকার কার্ড এবং পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি (বাংলা ও ইংরেজিতে) এবং একটি মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।

এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্য বা সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে কয়েকটি নির্দিষ্ট মোবাইল নম্বরে: 01893-411775, 01856-811503, 01763-919838, 01893-048433।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানিয়েছেন, জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াটি নাগরিকদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না হলে নাগরিকরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, জন্ম-মৃত্যু নিবন্ধন শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করে এবং এটি জাতীয় পরিসংখ্যান এবং পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য এবং নিবন্ধন প্রক্রিয়াটি সহজতর করার জন্য সরকারের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে প্রচার করা হচ্ছে, যাতে করে কোনো পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে এই তথ্য প্রচার করছেন এবং জনগণকে নিবন্ধন প্রক্রিয়ার সঠিকতা সম্পর্কে অবহিত করছেন।

এছাড়া, এই ক্যাম্পেইনের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে কেন জন্ম-মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। ভবিষ্যতে এই ধরনের ক্যাম্পেইন নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা করছে ইউনিয়ন পরিষদ, যাতে করে সব নাগরিকরাই নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ছনুয়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পাইন শুরু

আপডেট সময় ০৭:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করার সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ১২ নং ছনুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২২ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ০-১ বছরের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ছানুবী জানিয়েছেন, ‘এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ইউনিয়নের সকল নবজাতক ও সদ্য মৃত্যুবরণকারী ব্যক্তির নিবন্ধন নিশ্চিত করা। যারা এখনও তাদের সন্তানদের জন্ম নিবন্ধন করেননি কিংবা পরিবারের সদস্যদের মৃত্যুর নিবন্ধন সম্পন্ন করেননি, তারা যেন এই সুযোগ গ্রহণ করেন।’

এই নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে হলে অভিভাবকদের টিকার কার্ড এবং পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি (বাংলা ও ইংরেজিতে) এবং একটি মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।

এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্য বা সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে কয়েকটি নির্দিষ্ট মোবাইল নম্বরে: 01893-411775, 01856-811503, 01763-919838, 01893-048433।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানিয়েছেন, জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াটি নাগরিকদের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না হলে নাগরিকরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, জন্ম-মৃত্যু নিবন্ধন শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করে এবং এটি জাতীয় পরিসংখ্যান এবং পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য এবং নিবন্ধন প্রক্রিয়াটি সহজতর করার জন্য সরকারের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে প্রচার করা হচ্ছে, যাতে করে কোনো পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে এই তথ্য প্রচার করছেন এবং জনগণকে নিবন্ধন প্রক্রিয়ার সঠিকতা সম্পর্কে অবহিত করছেন।

এছাড়া, এই ক্যাম্পেইনের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে কেন জন্ম-মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। ভবিষ্যতে এই ধরনের ক্যাম্পেইন নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা করছে ইউনিয়ন পরিষদ, যাতে করে সব নাগরিকরাই নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471