ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার উখিয়ায় সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী পাচারকারী আটক

কক্সবাজারের উখিয়ায় ঘুমধুম ইউপির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা কালে দুই নারীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।
আটক নারীরা হলেন মোছাম্মৎ গোলজাহার (৩২),স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছাম্মৎ কুলছুমা (২৮),স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।
বিজিবি জানান, তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ ২ নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

নৈতিক ও আদর্শ শিক্ষা ছাড়া দেশ এবং জাতি গঠন করা সম্ভব না— আদর্শ শিক্ষক ফেডারেশন।

কক্সবাজার উখিয়ায় সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী পাচারকারী আটক

আপডেট সময় ০৬:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

কক্সবাজারের উখিয়ায় ঘুমধুম ইউপির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা কালে দুই নারীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।
আটক নারীরা হলেন মোছাম্মৎ গোলজাহার (৩২),স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছাম্মৎ কুলছুমা (২৮),স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।
বিজিবি জানান, তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ ২ নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471