কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে এবং ভিডিও ধারণ ও ছড়ানোর সঙ্গে জড়িত অনিক, সুমন, রমজান ও বাবুকে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। রোববার (২৯ জুন) সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে বাবার বাড়ি বেড়াতে আসা ওই নারীকে শহিদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে ধর্ষণ করে। ঘটনার সময় আশপাশের কয়েকজন সেখানে এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ধর্ষণের পর ফজর আলী স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়ে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী নারী নিজেই মুরাদনগর থানায় মামলা করেন। থানার ওসি জাহিদুর রহমান জানান, ধর্ষণের পাশাপাশি ভিডিও ছড়ানোর ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ফজর আলী বর্তমানে চিকিৎসাধীন এবং ভিডিও ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত