আজ সোমবার (৩০ জুন) সকালে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর দক্ষিণবাজার আবেদ আলী গেইট সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক মোনাহারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সময় দোকানগুলোতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ মোরাদ স্টোর থেকে আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার জানান, আগুনে তিনটি দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল, শুকনো খাবার, কেরোসিন, ডিজেল সহ ভোজ্য তেল সংরক্ষিত ছিল। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি জানান বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে।
আগুনের ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ দেখা দেয়।