শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা গ্রামবাসীর উদ্যোগে অনূর্ধ্ব-১০ শিশুদের নিয়ে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার। শনিবার ৫ জুলাই বিকেলে গ্রামটির খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনূর্ধ্ব-১০ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে এ আয়োজন ঘিরে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলার সময় শিশুদের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালি মিলিয়ে পুরো মাঠ প্রাণচঞ্চল হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম-আহ্বায়ক জননেতা মো: কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ হাসানুর রেজা জিয়া, আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু, জেলা যুবদলের অন্যতম সদস্য মো: সুজাউদ্দৌলা সুজা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আবুল হাসনাত ডিয়ন, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জিহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিনাল, ২ং চরশেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল মিয়া, জামান মিয়া সহ সকলেই খেলা উপভোগ করেন এবং শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন—
“আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে শিশুদের মধ্যে খেলাধুলার চর্চা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে।” সেই সাথে শেরপুর জেলা ক্রীড়া সংস্থাকে প্রতিটি গ্রামে-মহল্লায় এই ধরনের খেলা আয়োজনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মো: হাসানুর রেজা জিয়া বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গ্রামীণ খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। খেলাধুলার মাধ্যমে তারা শৃঙ্খলা, ধৈর্য ও সহনশীলতা শিখতে পারে”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। আয়োজনের জন্য তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা রাখার আহ্বান জানান।